New Update
/anm-bengali/media/media_files/2025/03/03/Q12L135T8GAWPJYT11BH.jpg)
নিজস্ব সংবাদদাতা : ইউক্রেন-রাশিয়া সংঘাতের মধ্যেই গত একদিনে রেকর্ড পরিমাণ ইউক্রেনীয় ভূখণ্ড দখল করলো রাশিয়া। ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার (ISW) এর রিপোর্ট অনুযায়ী, রাশিয়া গতকাল ১১০ বর্গ কিলোমিটার এলাকা নিজেদের দখলে নিয়েছে। এই রিপোর্ট অনুযায়ী, সাধারণত এই পরিমাণ ভূখণ্ড দখল করতে রাশিয়ার সেনাদের ৫ থেকে ৬ দিন বা তারও বেশি সময় লাগে। কিন্তু মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এই বিশাল এলাকা দখল করা রাশিয়ার সামরিক কৌশলের ক্ষেত্রে একটি বড় সাফল্যেকে ইঙ্গিত করে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/06/6h3QbTqpifosoGHiafQ3.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us