৫০০-এর বেশি ড্রোন,৫০টা মিসাইল ! রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৫

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : আজ ভোররাত থেকেই ইউক্রেনের একাধিক অঞ্চলে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এই বিষয়ে কথা বলতে গিয়ে ইউক্রেনীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে এই হামলায় কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন এবং দেশের অনেকগুলি গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধুমাত্র পোল্যান্ড সীমান্তবর্তী পশ্চিম ইউক্রেনের লিভিভ (Lviv) অঞ্চলেই একসাথে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

লিভিভের মেয়র অ্যান্ড্রি স্যাডোভেই (Andriy Sadovyi) এই হামলার কারণে স্থানীয় বাসিন্দাদের বাড়ির ভেতরেই থাকার আহ্বান জানিয়েছেন। এছাড়াও দক্ষিণ-পূর্ব ইউক্রেনের জাপোরিঝিয়াতে (Zaporizhzhia) এক সমন্বিত হামলায় ১ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন।

missile attack

এই বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskiy) জানিয়েছেন, রাশিয়ান বাহিনী এই হামলায় ৫০টিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ৫০০টি ড্রোন ব্যবহার করেছে। এই ব্যাপক হামলা যুদ্ধ পরিস্থিতিকে নতুন করে উত্তপ্ত করে তুলেছে।