পুতিন-ট্রাম্প বৈঠকের সম্ভাব্য স্থান হিসেবে বুদাপেস্টকে অগ্রাধিকার দিচ্ছে রাশিয়া: লাভরভ

মার্কিন উদ্যোগ পুনরায় শুরু হলে আলোচনার দরজা খোলা—তবে ইউক্রেন নিয়ে “ডিমিলিটারাইজেশন ও ডিনাজিফিকেশন” শর্তই চূড়ান্ত দাবি বলল মস্কো।

author-image
Aniket
New Update
Screenshot 2025-11-11 11.36.44 PM

নিজস্ব সংবাদদাতা: রাশিয়া যুক্তরাষ্ট্রের উদ্যোগ পুনরায় চালু হলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার সম্ভাব্য বৈঠক বুদাপেস্টে আয়োজিত হতে পারে বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তার বক্তব্য অনুযায়ী, রাশিয়া এই বৈঠকের জন্য হাঙ্গেরির রাজধানীকেই সবচেয়ে উপযুক্ত স্থান হিসেবে বিবেচনা করছে।

লাভরভ আবারও দাবি পুনরায় উত্থাপন করেন যে ইউক্রেন ইস্যুতে সমাধান আসতে হলে “ডিমিলিটারাইজেশন ও ডিনাজিফিকেশন” বাধ্যতামূলক শর্ত। আন্তর্জাতিক মহল লাভরভের এই অবস্থানকে পুরোনো রাজনৈতিক ব্যাখ্যার পুনরাবৃত্তি হিসেবে দেখছে, যদিও রাশিয়া বলছে—কিয়েভের সাথে সংঘাত সমাধানের জন্য এটাই তাদের মূল দাবি।