কমেনি একটুও তেজ, রাশিয়া কি ভয় পাচ্ছে?

ফের একবার রাশিয়াকে পালটা জবাব দিল জেলেনস্কির দেশ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
halem-image-2.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: যতবার রাশিয়া হামলা চালাচ্ছে ততোবারই তাঁর পালটা জবাব দিচ্ছে ইউক্রেন। এতো গুলো দিন পেরিয়ে যাওয়ার পরও এতোটুকুও দমেনি এই দেশ। আর এবার ফের একবার রাশিয়াকে পালটা দিল জেলেনস্কির দেশ।

রাশিয়ান সেনাবাহিনী দু দু’বার আর্টিলারি দিয়ে নিকোপোল জেলাকে লক্ষ্য করে আক্রমণ শানাল। হাফ ডজন শেল নিক্ষেপ করেছে তারা। ডিনিপ্রোপেট্রোভস্ক আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান, সের্হি লাইসাক এই সম্পূর্ণ বিষয়টি প্রকাশ্যে আনেন। এরপরই এর পাল্টা জবাব দেয় ইউক্রেন। রাতে ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা বাহিনী ডিনিপ্রপেট্রোভস্ক অঞ্চলে তিনটি মিসাইলের ওপর ক্রমাগত গুলি নিক্ষেপ করে তা নীচে নামায়। আপাতত পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে।

hiren