BREAKING: ইউক্রেনের সুমি অঞ্চলে বড় সাফল্য পেল রাশিয়া ! দখলে এল নতুন চারটি গ্রাম

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : ইউক্রেনের সুমি অঞ্চলে এবার বড় ধরণের সাফল্য পেল রাশিয়ার সেনাবাহিনী। এবার ইউক্রেনের উত্তর-পূর্ব সুমি অঞ্চলের চারটি নতুন গ্রামকে দখলে নিল রাশিয়া। এই গ্রামগুলির নাম হল -নোভেনকে, বাসিভকা, ভেসেলিভকা ও ঝুরাভকা। রুশ সেনাবাহিনীর এই অগ্রগতি ইউক্রেনের কাছে একটি বড় ধাক্কা হিসেবেই বিবেচিত হচ্ছে। বিশেষ করে তখন যখন সম্ভাব্য শান্তি আলোচনার একটি বিষয় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে গড়ে উঠতে চলেছে। 

Sumy