ভয়াবহ, ক্ষেপণাস্ত্র হামলা! নিহত ১

অব্যাহত রাশিয়া ইউক্রেন যুদ্ধ।

author-image
Aniruddha Chakraborty
New Update
কজলন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের অপারেশনাল কমান্ড জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলীয় ওডেসা বন্দর অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। 

জানা গিয়েছে, কৃষ্ণ সাগরের জলসীমায় একটি সাবমেরিন থেকে কালিবর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রাশিয়া। ক্ষেপণাস্ত্রটি বন্দরের একটি প্রশাসনিক ভবনে আঘাত হানায় এক বেসামরিক কর্মচারী নিহত হয়েছে। একটি কার্গো টার্মিনালের উৎপাদন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ওডেসা অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেহ কিপার বলেন, নিহত কর্মী একজন নিরাপত্তা প্রহরী ছিলেন। এছাড়া গার্ড ভবন ও দুটি গাড়িও ধ্বংস করা হয়েছে। 

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, কৃষ্ণ সাগরে একটি সাবমেরিন থেকে দুটি কালিবর ক্ষেপণাস্ত্র এবং প্রিমোরস্কো-আখতারস্কের দিক থেকে আটটি শাহেদ-১৩৬/১৩১ ড্রোন নিক্ষপ করে রাশিয়া। কালিবর ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করা যায়নি, তবে আটটি ড্রোন বিমান বাহিনী ধ্বংস করেছে।