BREAKING: রুশ হামলায় ইউক্রেনের নেচভলোদিভকায় নিহত ৩ !

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
Zelensky

নিজস্ব সংবাদদাতা - ফের ইউক্রেনে হামলা চালালো রাশিয়া। এবার ইউক্রেনের খারকিভ অঞ্চলের, নেচভলোদিভকা শহরে রাশিয়ার গাইডেড এরিয়াল বোমা হামলায় ৩ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। এছাড়াও ধ্বংসস্তূপের নিচে আরও এক মহিলা আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় প্রশাসনের উদ্যোগে উদ্ধার কাজ চলছে।

Missile