আমেরিকাকে থোড়াই কেয়ার ! ভারতকে আরও কম দামে তেল বিক্রি করবে রাশিয়া

সবসময়ের বন্ধু রাশিয়া।

author-image
Debjit Biswas
New Update
modi putinq1.jpg

নিজস্ব সংবাদদাতা : মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ এবং বাণিজ্য শুল্কের হুমকি উপেক্ষা করে এবার ফের রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনা শুরু করেছে ভারত। সূত্র মতে ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল শোধনাগারগুলি সম্প্রতি ফের রাশিয়ার কাছ থেকে বিপুল মাত্রায় তেল কিনেছে,যা আগামী সেপ্টেম্বর ও অক্টোবর মাস নাগাদ ভারতে এসে পৌঁছাবে। সম্প্রতি রাশিয়া ঘোষণা করেছে যে রাশিয়া থেকে তেল কিনলে রাশিয়া ভারতকে ৫ শতাংশ বেশি ছাড় দিতে প্রস্তুত। এছাড়াও ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে যে রাশিয়া,ভারতকে আমেরিকার শুল্ক সংক্রান্ত চাপ সামলাতে সাহায্য করবে এবং উভয় দেশের মধ্যে বাণিজ্য আরও বৃদ্ধি করবে। এককথায় ভারতের জন্য নিজের দেশের বাজারকে খুলে দিতে প্রস্তুত হয়েছে রাশিয়া। 

Putin