New Update
/anm-bengali/media/media_files/2025/04/18/I5jviStmr1OA4wCY5vV2.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে সার্জিও গোরকে মনোনয়ন দেওয়ার প্রেসিডেন্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। টুইটে তিনি লিখেছেন, “আমি আনন্দিত সার্জিও গোরকে আমাদের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেওয়ার খবরে। তিনি যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্কের প্রতিনিধিত্বে উৎকৃষ্ট ভূমিকা রাখবেন।”
/anm-bengali/media/post_attachments/images/2025/01/17/multimedia/00dc-rubio-mktz/00dc-rubio-mktz-mediumSquareAt3X-984219.jpg)
যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক বর্তমানে প্রতিরক্ষা, প্রযুক্তি ও বাণিজ্যে ঘনিষ্ঠ পর্যায়ে রয়েছে। সিনেট অনুমোদন দিলে গোর নয়াদিল্লিতে মার্কিন প্রশাসনের প্রধান কূটনীতিক হিসেবে দায়িত্ব নেবেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us