রকেট হামলা, যুদ্ধ থেকে বড় খবর

যুদ্ধ থেকে বড় খবর জানা যাচ্ছে।

author-image
Aniket
New Update
 cv

নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের নভোমোসকভস্কে রকেট হামলা হয়েছে। রকেট হামলার কারণে নভোমোসকভস্কে ২৭ জন আহত হয়েছে। এছাড়াও বেশকিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ডিনিপ্রপেট্রোভস্ক আরএমএ-এর প্রধান সের্হি লাইসাক এই হামলার বিষয়ে জানিয়েছেন।