ভারত-অস্ট্রেলিয়া প্রতিরক্ষা সম্পর্ক এখন আরও গভীর ! বড় দাবি করলেন অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লস

কি বললেন রিচার্ড মার্লস ?

author-image
Debjit Biswas
New Update
rajnathh1.jpg

নিজস্ব সংবাদদাতা : আজ ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকের পর দুই দেশের প্রতিরক্ষা সম্পর্কের গভীরতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার উপ প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লস । তিনি বলেন,''আমার মনে হয় আজকের দিনের সবথেকে বড় তাৎপর্য হল এই যে, গভীর বিশ্বাস (deep trust) এবং কৌশলগত সারিবদ্ধতার (strategic alignment) দিক থেকে আমরা যা দেখছি, তা এখন আমাদের দুই প্রতিরক্ষা বাহিনীর মধ্যেকার একটি অনেক গভীর অপারেশনাল স্তরের (deeper operational level) অংশগ্রহণের মাধ্যমে প্রকাশ পাচ্ছে।"

modi and rajnath singh

তিনি বলেন,''দুই দেশের অপারেশনাল কমান্ডগুলির মধ্যে 'স্টাফ টকস' (Staff Talks) নিয়ে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, তা "অত্যন্ত তাৎপর্যপূর্ণ (hugely significant)"।''