নিজস্ব সংবাদদাতা : ২০০৮ সালের ২৬/১১ মুম্বই সন্ত্রাসী হামলার সতেরোতম (১৭ তম) বার্ষিকীতে ভারতের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর বার্তা দিলেন ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার। তিনি জোর দিয়ে বলেছেন, এই হামলা কেবল মুম্বাই বা ভারতের ওপর নয়, ছিল গোটা মানবতার ওপর আক্রমণ।
আজ ইজরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার এক ভিডিও বার্তায় (এক্স প্ল্যাটফর্মে শেয়ার করা) তাঁর আবেগঘন শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। তিনি সেখানে বলেন,''আজ, ভারত যখন ভয়াবহ ২৬/১১ মুম্বই হামলার বর্ষপূর্তি পালন করছে, তখন আমি এবং ইজরায়েলের সমস্ত জনগণ আপনাদের, ভারতের জনগণের পাশে আছি। যেমনটি আমরা সেই অন্ধকার দিনটিতে এবং তার পর থেকে প্রতি বছর ছিলাম।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/03/18/Qi9phynLxdQY7EBxQENL.webp)
এরপর তিনি বলেন,''২৬/১১ কেবল মুম্বাইয়ের ওপর হামলা ছিল না, এটা ছিল মানবতার ওপর হামলা। এটি প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতীয়তা, প্রতিটি ধর্ম, ভারতীয় এবং ইজরায়েলি,সকলকে লক্ষ্য করে হয়েছিল। দুর্ভাগ্যবশত, ইজরায়েল এই কষ্ট জানে।"
২৬/১১ মানবতার ওপর হামলা, সন্ত্রাস আমাদের মনোবল ভাঙতে পারবে না ! মুম্বই হামলার বর্ষপূর্তিতে বড় বার্তা দিলেন ইজরায়েলি রাষ্ট্রদূত
কি বড় বার্তা দিলেন ইজরায়েলি রাষ্ট্রদূত ?
নিজস্ব সংবাদদাতা : ২০০৮ সালের ২৬/১১ মুম্বই সন্ত্রাসী হামলার সতেরোতম (১৭ তম) বার্ষিকীতে ভারতের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর বার্তা দিলেন ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার। তিনি জোর দিয়ে বলেছেন, এই হামলা কেবল মুম্বাই বা ভারতের ওপর নয়, ছিল গোটা মানবতার ওপর আক্রমণ।
আজ ইজরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার এক ভিডিও বার্তায় (এক্স প্ল্যাটফর্মে শেয়ার করা) তাঁর আবেগঘন শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। তিনি সেখানে বলেন,''আজ, ভারত যখন ভয়াবহ ২৬/১১ মুম্বই হামলার বর্ষপূর্তি পালন করছে, তখন আমি এবং ইজরায়েলের সমস্ত জনগণ আপনাদের, ভারতের জনগণের পাশে আছি। যেমনটি আমরা সেই অন্ধকার দিনটিতে এবং তার পর থেকে প্রতি বছর ছিলাম।"
এরপর তিনি বলেন,''২৬/১১ কেবল মুম্বাইয়ের ওপর হামলা ছিল না, এটা ছিল মানবতার ওপর হামলা। এটি প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতীয়তা, প্রতিটি ধর্ম, ভারতীয় এবং ইজরায়েলি,সকলকে লক্ষ্য করে হয়েছিল। দুর্ভাগ্যবশত, ইজরায়েল এই কষ্ট জানে।"