কিশোরীকে ধর্ষণের ঘটনায় ক্ষোভের আগুনে জ্বলছে বাংলাদেশের শেরপুর

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমানসহ পুরো পুলিশ বাহিনী অবরুদ্ধ হয়ে পড়ে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breakingbig

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে শেরপুরের নকলায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় থানা ঘেরাও ও মহাসড়ক অবরোধ। কিশোরী ধর্ষণের মামলার প্রধান আসামি আশিক মিয়াকে গ্রেফতারের পর তার বিচারের দাবিতে ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী এই অবরোধ কর্মসূচি পালন করেছে।

রবিবার দুপুর দেড়টার দিকে নকলা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এস এম মাসুম ও রাইয়্যান আল মাহাদি অনন্তের নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, এলাকাবাসী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা থানা ঘেরাও করেন। এতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমানসহ পুরো পুলিশ বাহিনী অবরুদ্ধ হয়ে পড়ে।

ban retryuji

এ সময়ে বিক্ষোভকারীরা ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘রেপিস্টের আস্তানা, বাংলাদেশে থাকবে না’, ‘আমার বোন ধর্ষিত কেন, প্রশাসন জবাব দে’, ‘ধর্ষকের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগান চলছে দিকে দিকে।

ban rwadftu