প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে ক্যানবেরায় উচ্চ পর্যায়ের বৈঠক ! রাজনাথ সিংয়ের সঙ্গে যোগ দিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ

কেন গুরুত্বপূর্ণ এই বৈঠক ?

author-image
Debjit Biswas
New Update
VGBHJ

নিজস্ব সংবাদদাতা : ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যেকার কৌশলগত প্রতিরক্ষা সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে,আজ অস্ট্রেলিয়ার সংসদ ভবনে (Parliament House) এক উচ্চ পর্যায়ের বৈঠক করলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি অস্ট্রেলিয়ার উপ প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লসের সঙ্গে এই দ্বিপাক্ষিক আলোচনা করেন।

সূত্রের খবর, এই বৈঠকে দুই দেশের বরিষ্ঠ প্রতিরক্ষা আধিকারিকরাও উপস্থিত ছিলেন। উভয় পক্ষই ভারত-প্রশান্ত মহাসাগরীয় (Indo-Pacific) অঞ্চলের নিরাপত্তা, সামরিক মহড়া এবং তথ্য আদান-প্রদান সহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

modi and rajnath singh

এই আলোচনার মাঝেই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ এই বৈঠকে যোগ দেন। একজন প্রধানমন্ত্রী হিসেবে আলবানিজের এই বৈঠকে উপস্থিতি, ভারত-অস্ট্রেলিয়া সার্বিক কৌশলগত অংশীদারিত্বের (Comprehensive Strategic Partnership) প্রতি ক্যানবেরার গুরুত্বকে তুলে ধরে।