New Update
/anm-bengali/media/media_files/2025/07/02/quad-2025-07-02-08-31-53.jpg)
নিজস্ব সংবাদদাতা : এবার কোয়াড বৈঠকে দক্ষিণ চীন সাগরকে কেন্দ্র করে একটি বিশেষ যৌথ বিবৃতি প্রকাশ করলো ভারত,আমেরিকা, অস্ট্রেলিয়া ও জাপান। এই যৌথ বিবৃতিতে বলা হয়েছে যে, “শক্তি প্রদর্শন বা জোর-জবরদস্তি করে,কোনও একতরফা পদক্ষেপের মাধ্যমে দক্ষিণ চীন সাগরের স্থিতাবস্থা বদলানোর যেকোনও চেষ্টার বিরুদ্ধে,কোয়াড দেশগুলি একসাথে বিরোধিতা করবে।”
এরপর এই বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস. জয়শঙ্কর বলেন, “আজকের এই বৈঠকে দক্ষিণ চীন সাগর নিয়ে বেশকিছু আলোচনা হয়েছে। এটি বিষয়টি সব দেশের কাছেই একটি গুরুত্বপূর্ণ ইস্যু। এই সাগর আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক জলপথ। এখানে শান্তি বজায় রাখা ও কোনওরকম কোনও বিরোধ না বাড়ানোই আমাদের সবার অগ্রাধিকার। আমাদের সকলের যৌথ স্বার্থই হল, এই অঞ্চলের শান্তিকে সুনিশ্চিত করা।”