New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির "গতি"কে কাজে লাগিয়ে,এবার গাজা সম্পর্কিত যাবতীয় স্থগিত হয়ে থাকা আলোচনাগুলিকে, পুনরায় শুরু করার চেষ্টা করছেন বলে জানালেন, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি। তিনি বলেন, “গত কয়েক দিনে আমরা সব পক্ষের সঙ্গে যোগাযোগ রেখেছি, যাতে ইসরায়েল ও হামাসকে আবার একবার আলোচনায় বসানো যায়।” তিনি আরও বলেন,“এখনই সময় প্রেসিডেন্ট ট্রাম্পের এই বিষয়টি নিয়ে এগিয়ে আসার। আমরা বিশ্বাস করি তিনি আন্তরিক। আমরা সমস্ত রকমের সহায়তা করতে প্রস্তুত।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/06/02/6SMTF5ZzD0cMY864gDb5.jpg)
অবশ্য এরপর তিনি সতর্কতার সাথে বলেন,“যুদ্ধবিরতির মাধ্যমে একটি গতি তৈরি হয়েছে ঠিকই, কিন্তু এখনও বিপদ কেটে যায়নি। এখনও এমন অনেক কিছু রয়েছে যা আমি এখন প্রকাশ করতে পারি না।''
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us