হামাসকে যুদ্ধবিরতি প্রস্তাবে 'ইতিবাচক' সাড়া দেওয়ার আহ্বান জানাল কাতার !

শান্তি ফিরবে মধ্যপ্রাচ্যে ?

author-image
Debjit Biswas
New Update
hamas leader

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি অনুষ্ঠিত হওয়া দোহার বৈঠকে, হামাসকে যুক্তরাষ্ট্রের নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে 'ইতিবাচক সাড়া' দেওয়ার জন্য চাপ দিলেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জসিম আল-থানি। প্রধানমন্ত্রী শেখ মহম্মদ গতকাল সোমবার, হামাসের প্রধান আলোচক খলিল আল-হায়ার সঙ্গে এই চুক্তি নিয়ে আলোচনা করেন। উল্লেখ্য,রবিবার গভীর রাতে হামাস নিশ্চিত করেছে যে, তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটি যুদ্ধবিরতি প্রস্তাব পেয়েছে, যার মধ্যে ইসরায়েলের সঙ্গে একটি ব্যাপক যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য 'কিছু ধারণা' রয়েছে। অপরদিকে ইসরায়েল বলেছে, তারা এই প্রস্তাবটি গুরুত্ব সহকারে বিবেচনা করছে।

Hamas