New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : কাতারের আল উদেইদ বিমানঘাঁটিকে লক্ষ্য করে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্রকে সফলভাবে প্রতিরোধ করতে পেরেছে কাতার, আজ এমনটাই জানালো কাতারের পররাষ্ট্র মন্ত্রক। এই বিষয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একেবারে সময়মতো,অত্যন্ত সক্ষমভাবে কাজ করেছে এবং ইরানের ক্ষেপণাস্ত্রটিকে মাঝপথেই ধ্বংস করা হয়েছে। উল্লেখ্য, কাতারের এই আল উদেইদ ঘাঁটিতে মার্কিন বাহিনীর উপস্থিতি রয়েছে এবং এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে বিবেচিত হয়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/19/87CkZuDGOuPnrvOKFL5g.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us