BREAKING: উপযুক্ত জবাব দেওয়া হবে ! এবার ইরানকে সতর্ক করলো কাতার

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : এবার কাতারে অবস্থিত মার্কিন আল উদেইদ বিমানঘাঁটিতে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালো কাতার সরকার। এই হামলাকে কাতারের "সার্বভৌমত্ব ও আকাশসীমার সরাসরি লঙ্ঘন" বলে অভিহিত করেছে কাতার। এরপর আজ সোমবার এক বিবৃতিতে, কাতারের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, “ইরানের এই স্পষ্ট আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনের ভিত্তিতে উপযুক্ত ও সরাসরি প্রতিক্রিয়া জানানোর অধিকার কাতারের আছে।” তিনি আরও জানান, ''কাতারের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ইরানের ছোড়া সমস্ত ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে সক্ষম হয়েছে।'' প্রতিরক্ষা মন্ত্রণালয় খুব শীঘ্রই এই হামলার বিস্তারিত ব্যাখ্যা দিয়ে,একটি আনুষ্ঠানিক বিবৃতি দেবে বলেও তিনি উল্লেখ করেছেন।

missile attack in israel  a