/anm-bengali/media/media_files/2025/10/03/trump-putin-trump-2025-10-03-01-51-26.jpeg)
নিজস্ব সংবাদদাতা : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, তাঁর উপদেষ্টাদের বিশ্বাস, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে দীর্ঘদিনের যুদ্ধ শেষ করতে আগ্রহী। মস্কোতে পুতিনের সঙ্গে মার্কিন দূতদের উচ্চ পর্যায়ের বৈঠকের পরই ট্রাম্প এই তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন।
প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের কাছে বলেন, ক্রেমলিনের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। তাঁর বিশেষ দূত স্টিভ উইটকফ এবং উপদেষ্টা জ্যারেড কুশনারের সঙ্গে পুতিনের বৈঠক চলেছিল প্রায় পাঁচ ঘণ্টা ধরে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/c8x1SwVt19xNTBJ7GFEG.jpg)
ট্রাম্প বলেন,"আমার উপদেষ্টারা বিশ্বাস করেন ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শেষ করতে চান।" যদিও ক্রেমলিন সূত্র জানিয়েছে যে, ভূখণ্ড নিয়ন্ত্রণ নিয়ে কোনো আপসে পৌঁছানো যায়নি, তবুও ট্রাম্পের এই মন্তব্য কূটনৈতিক স্তরে রাশিয়ার পক্ষ থেকে শান্তির জন্য একটি ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্পের দাবি, তাঁর উপদেষ্টারা বৈঠক শেষে দৃঢ়ভাবে এই ধারণা পেয়েছেন যে পুতিন একটি চুক্তিতে পৌঁছাতে ইচ্ছুক।
Video | “My advisers believe Vladimir Putin wants to end the war with Ukraine,” says US President Donald Trump after the US-Kremlin meeting.#USRussia#UkraineWar#PTIVideo
— Press Trust of India (@PTI_News) December 4, 2025
(Source - Third party)
(Full VIDEO available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/naJLTjSksL
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us