মস্কোতে পুতিন–মার্কিন দূতের উচ্চপর্যায়ের বৈঠক

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভেন উইটকফের সঙ্গে আলোচনায় বসেছেন; দু’দেশের শীর্ষ বিনিয়োগ প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত।

author-image
Aniket
New Update
Screenshot 2025-12-02 11.49.59 PM

নিজস্ব সংবাদদাতা: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের স্পেশাল এনভয় স্টিভেন উইটকফের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিয়েছেন। আলোচনায় রাশিয়ার পক্ষে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সিয়াল এইড ইউরি উশাকভ এবং বিদেশি বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার বিশেষ প্রতিনিধি ও রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (RDIF)-এর সিইও কিরিল দিমিত্রিয়েভ। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলে ছিলেন স্টিভেন উইটকফের পাশাপাশি উদ্যোক্তা, বিনিয়োগকারী ও অ্যাফিনিটি পার্টনার্সের প্রতিষ্ঠাতা জ্যারেড কুশনার।

বৈঠকে মূলত দুই দেশের মধ্যে বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা এবং আন্তর্জাতিক ব্যবসা পরিবেশকে স্থিতিশীল করার বিষয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের দাবি। রাশিয়া–মার্কিন সম্পর্ক গত কয়েক বছরে নানা উত্তেজনায় জর্জরিত হলেও, এই উচ্চপর্যায়ের বৈঠককে ভবিষ্যৎ অর্থনৈতিক সংলাপের জন্য একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।