মার্কিন সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী পুতিন ও ট্রাম্প, জানাল ক্রেমলিন

ক্রেমলিন জানাল, রুশ প্রেসিডেন্ট পুতিন ও ডোনাল্ড ট্রাম্প দু’জনেই চায় আমেরিকা-রাশিয়ার সম্পর্কে স্বাভাবিকতা ফিরুক। ফের ঘনিষ্ঠতা আসতে পারে দুই শক্তিধর দেশের মধ্যে।

author-image
Debapriya Sarkar
New Update
Trump

নিজস্ব সংবাদদাতা : রাশিয়া ও আমেরিকার মধ্যে টানাপোড়েনের সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহ প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এমনটাই জানাল ক্রেমলিন।

Trump

রুশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই নেতা বিভিন্ন সময়ে এমন মন্তব্য করেছেন, যা থেকে স্পষ্ট, তাঁরা দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ফেরাতে ইচ্ছুক। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, "আমরা আগেও দেখেছি ট্রাম্প প্রশাসনের সময় মস্কোর সঙ্গে আলোচনার চেষ্টা হয়েছে। পুতিন নিজেও সবসময়ই সম্পর্ক উন্নয়নের পক্ষপাতী। ট্রাম্পও এই দৃষ্টিভঙ্গিতে বিশ্বাসী।"

Putin

তবে এটি স্রেফ মন্তব্যের পর্যায়ে রয়েছে বলেই জানানো হয়েছে। বর্তমান বাইডেন প্রশাসনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক যে কূটনৈতিক জটিলতায় জর্জরিত, তাও স্বীকার করেছে মস্কো। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি ট্রাম্প ফের প্রেসিডেন্ট হন, তবে ওয়াশিংটন ও মস্কোর মধ্যকার সম্পর্কের সমীকরণে বড়সড় পরিবর্তন আসতে পারে।