BREAKING: নিজের আত্মরক্ষা করতে সক্ষম রাশিয়া ! ন্যাটোর নিরাপত্তা ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে গর্জে উঠলেন পুতিন

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
Putin

নিজস্ব সংবাদদাতা : ইরান-ইসরায়েল সংঘাতের মাঝেই এবার ন্যাটোর পুনঃসশস্ত্রীকরনের বিরুদ্ধে গর্জে উঠলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত এক গোলটেবিল আলোচনায় পুতিন বলেন, “ন্যাটোর পুনঃসশস্ত্রীকরণকে আমরা রাশিয়ার জন্য হুমকি বলে মনে করি না, কারণ আমাদের নিরাপত্তা রক্ষায় আমরা সম্পূর্ণভাবেই স্বনির্ভর।” তিনি আরও বলেন, “আমরা আমাদের সশস্ত্র বাহিনী ও প্রতিরক্ষা ব্যবস্থার নিয়মিত আধুনিকীকরণ করছি। তাই ন্যাটোর এত বেশি অর্থ ব্যয় করার কোনও মানেই হয় না।”

NATO