যুদ্ধ, সমালোচনা! গ্রেফতারির পক্ষে পুতিন

ইউক্রেনের সঙ্গে 'সশস্ত্র সংঘাতের' সময় সমালোচকদের গ্রেফতারের পক্ষে পুতিন।

New Update
putin (1)

FILE PIC

নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে 'সশস্ত্র সংঘাতের' সময়ে ভিন্নমতাবলম্বীদের ওপর নজিরবিহীন দমন-পীড়নের পক্ষে সমর্থন জানিয়ে সবাইকে 'নির্দিষ্ট নিয়ম' মেনে চলার আহ্বান জানিয়েছেন।

পুতিন বলেন, "এটি ২০২৩ সাল এবং রাশিয়া একটি প্রতিবেশীর সঙ্গে সশস্ত্র সংঘাতে লিপ্ত। এবং আমি মনে করি দেশের অভ্যন্তরে যারা আমাদের ক্ষতি করে তাদের প্রতি একটি নির্দিষ্ট মনোভাব থাকা উচিত।" 

পুতিন আরও বলেন, 'আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে, সংঘাতপূর্ণ এলাকাসহ সফলতা অর্জনের জন্য সবাইকে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হবে।' 

তিনি বলেন, "লোকেরা যা বলেছে বা লিখেছে তার জন্য তাদের গ্রেফতার করা হয়েছে।" 

এই সপ্তাহে রাশিয়ার কর্তৃপক্ষ ৬৪ বছর বয়সী বিশিষ্ট সমাজবিজ্ঞানী বরিস কাগারলিটস্কিকে আটক করেছে এবং তার বিরুদ্ধে অনলাইনে সন্ত্রাসবাদের ডাক দেওয়ার অভিযোগ এনেছে।