নিজস্ব সংবাদদাতা : এবার রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে ফের একবার আমেরিকাকে ঘুরিয়ে বার্তা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ন্যাটো'র সম্প্রসারণ বন্ধ না হলে ইউক্রেনে শান্তি ফিরবে না,এমনটাই দাবি করলেন পুতিন। সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর তিনি এই মন্তব্য করেন। পুতিন বলেন,'পশ্চিমারা ইউক্রেনকে নিজেদের প্রভাব বলয়ে আনতে চেয়েছিল এবং এরপর যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটে সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রকে যুক্ত করার চেষ্টা করেছে। এই পদক্ষেপই বর্তমান সংকটের মূল কারণ।'
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/06/6h3QbTqpifosoGHiafQ3.webp)
এরপর পুতিন বলেন,''ইউক্রেন সংকটের একটি দীর্ঘমেয়াদি সমাধান চাইলে এর মূল কারণগুলি দূর করতে হবে, যা আমি এর আগেও বহুবার উল্লেখ করেছি। নিরাপত্তার ক্ষেত্রে একটি ন্যায্য ভারসাম্য পুনরুদ্ধার করা অত্যন্ত জরুরি।"
ন্যাটো'র সম্প্রসারণ বন্ধ না হলে ইউক্রেনে শান্তি ফিরবে না ! আমেরিকাকে বড় বার্তা দিলেন পুতিন
কি বললেন পুতিন ?
নিজস্ব সংবাদদাতা : এবার রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে ফের একবার আমেরিকাকে ঘুরিয়ে বার্তা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ন্যাটো'র সম্প্রসারণ বন্ধ না হলে ইউক্রেনে শান্তি ফিরবে না,এমনটাই দাবি করলেন পুতিন। সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর তিনি এই মন্তব্য করেন। পুতিন বলেন,'পশ্চিমারা ইউক্রেনকে নিজেদের প্রভাব বলয়ে আনতে চেয়েছিল এবং এরপর যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটে সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রকে যুক্ত করার চেষ্টা করেছে। এই পদক্ষেপই বর্তমান সংকটের মূল কারণ।'
এরপর পুতিন বলেন,''ইউক্রেন সংকটের একটি দীর্ঘমেয়াদি সমাধান চাইলে এর মূল কারণগুলি দূর করতে হবে, যা আমি এর আগেও বহুবার উল্লেখ করেছি। নিরাপত্তার ক্ষেত্রে একটি ন্যায্য ভারসাম্য পুনরুদ্ধার করা অত্যন্ত জরুরি।"