/anm-bengali/media/media_files/2025/08/08/screenshot-2025-08-08-19-am-2025-08-08-00-43-51.png)
নিজস্ব সংবাদদাতা: সেনাবাহিনীতে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের বাধ্যতামূলক নিয়োগের বিরুদ্ধে কঠোর অবস্থান নিল ইজরায়েলের অতি-অর্থডক্স ইহুদি সম্প্রদায়। সরকারের এই পদক্ষেপের প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় বড়সড় বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। এরই মাঝে, এই নিয়োগ আদেশ অমান্য করায় দুই ধর্মীয় ছাত্রকে গ্রেফতারের ঘটনায় উত্তেজনা আরও বেড়েছে।
/anm-bengali/media/post_attachments/ba70452f-3c1.png)
অতি-অর্থডক্স নেতারা জানিয়েছেন, ধর্মীয় শিক্ষা ও বিশ্বাসের পরিপন্থী এই বাধ্যতামূলক নিয়োগ কোনওভাবেই মেনে নেওয়া যাবে না। এক বিবৃতিতে তারা বলেন, “ধর্মীয় শিক্ষা আমাদের জীবনের কেন্দ্রে। এই ছাত্রদের সেনাবাহিনীতে পাঠানো মানে আমাদের বিশ্বাসকে আঘাত করা। আমরা শান্তিপূর্ণ কিন্তু দৃঢ়ভাবে এর প্রতিবাদ জানাবো।”
ইজরায়েলে বহু বছর ধরে অতি-অর্থডক্স ছাত্ররা সেনা পরিষেবা থেকে অব্যাহতি পেয়ে আসছে, তবে সাম্প্রতিক সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী সরকারকে এই নিয়োগ নীতিতে পরিবর্তন আনতে বাধ্য করা হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, সেনা ঘাটতি পূরণ এবং সমান নাগরিক দায়িত্ব নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিন্তু এর ফলে দেশজুড়ে রাজনৈতিক ও ধর্মীয় উত্তেজনা তৈরি হয়েছে।
সন্ধ্যার বিক্ষোভ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জেরুজালেম ও তেল আভিভে। প্রশাসনের আশঙ্কা, পরিস্থিতি উত্তপ্ত হলে তা সহিংসতায় পরিণত হতে পারে।
Israel's ultra-Orthodox Jewish community pledged to resist government moves to call up seminary students for military service ahead of an evening protest against the arrest of two objectors ➡️ https://t.co/7kuYTb3Ga3pic.twitter.com/qXPLtyQ8oc
— AFP News Agency (@AFP) August 7, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us