প্রধানমন্ত্রী: “অবৈধ ড্রোন হলে তা গুলি করে ভূপাতিত করুন”

আকাশসীমা নিরাপত্তায় ইউরোপীয় দেশগুলিকে সরাসরি আহ্বান।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
G2Mc_wwXQAAKTCI

নিজস্ব সংবাদদাতা: হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ইউরোপীয় দেশসমূহকে সতর্ক করে বলেছেন, কোনো ড্রোন যদি আপনার দেশের নয় বা অনুমোদনহীন হয় তবে সেটিকে গুলি করে ভূপাতিত করাই উচিত; “যদি আপনার দেশের নয় এমন ড্রোন থাকে, সেগুলো ভূপাতিত করো, অবশ্যই,” তিনি বলেছেন। রহস্যময় ড্রোন উড়ানের ঘটনা ও আকাশসীমা নিরাপত্তা নিয়ে উদ্বেগের এই পটভূমিতে অরবান এমন কড়া অবস্থান নেন এবং সদস্যরাষ্ট্রগুলিকে দ্রুত প্রতিক্রিয়া ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার আহ্বান জানান।