New Update
/anm-bengali/media/media_files/2025/02/05/b6qveQ9PwhQ61JnITTK0.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ২০২৬ সালের বাজেট আইনে স্বাক্ষর করেছেন। চলতি মাসের শুরুতে ভেরখোভনা রাদা (পার্লামেন্ট) এই বাজেট পাস করেছিল। স্বাক্ষরের পর এটি আনুষ্ঠানিকভাবে কার্যকর আইনে পরিণত হলো।
সরকারের পক্ষ থেকে জানানো হয়, নতুন বাজেটে প্রতিরক্ষা খাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বরাদ্দ রাখা হয়েছে। অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা ও যুদ্ধকালীন চাহিদা পূরণই এই বাজেট নীতির প্রধান লক্ষ্য।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/03/15/Vdo93IQrCnIxLFB8TTae.jpg)
অর্থ বিশেষজ্ঞদের মতে, বাজেটে আন্তর্জাতিক সহযোগিতা, সামরিক সহায়তা ও পুনর্গঠন–সংক্রান্ত ব্যয়ও গুরুত্ব পেয়েছে। এখন বাজেট বাস্তবায়নের পরবর্তী ধাপ শুরু করবে সরকার।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us