/anm-bengali/media/media_files/4yIZEQAXtVqBl6o6thcX.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃ ফ্রান্সের বাস্টিল দিবসে কুচকাওয়াজের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-য়ের পরে, নরেন্দ্র মোদীই হলেন দ্বিতীয় প্রধানমন্ত্রী যাঁকে এই সম্মান দেওয়া হল। বাস্টিল দিবস উপলক্ষ্যে প্যারিসে প্যারেডে অংশগ্রহণ করে ভারতীয় সেনা। ফ্রান্সের এই জাতীয় দিবস উপলক্ষ্যে অংশগ্রহণ করে ভারতীয় সেনার পাঞ্জাব রেজিমেন্ট। প্যারিসের প্যারেডে ভারতীয় সেনার পাঞ্জাব রেজিমেন্টের সদস্যরা মার্চ পাস্ট করেন। এবার ভারতীয় সেনার পাঞ্জাব রেজিমেন্টের ভূয়সী প্রশংসা করলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
#WATCH | French President Emmanuel Macron says, "...I was proud to see the Punjab Regiment here in the heart of Paris (at the Bastille Day parade). We are going ahead on the basis of a historic trust. Together we can find solutions for global crises..." pic.twitter.com/r3KGCL6RNH
এলিসি প্যালেসে বক্তব্য রাখতে গিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, "প্যারিসের কেন্দ্রস্থলে(বাস্টিল ডে প্যারেডে পাঞ্জাব রেজিমেন্টকে দেখে আমি গর্বিত। আমরা একটি ঐতিহাসিক বিশ্বাসের ভিত্তিতে এগিয়ে যাচ্ছি। একসঙ্গে আমরা বৈশ্বিক সংকটের সমাধান খুঁজে বের করতে পারি।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us