বহিরাগত চাপ কাজ করবে না ! পুতিনের ভারত সফর ভারত-রাশিয়ার স্বাধীন অবস্থানের স্পষ্ট বার্তা, বলছেন রুশ বিজনেস কাউন্সিলের প্রধান

কি বলছেন রুশ বিজনেস কাউন্সিলের প্রধান ?

author-image
Debjit Biswas
New Update
modi putinq1.jpg

নিজস্ব সংবাদদাতা : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরকে বর্তমান ভূ-রাজনৈতিক অস্থিরতার মধ্যে দুই দেশের সম্পর্কের অপরিহার্যতা ও স্থিতিশীলতার প্রতীক হিসেবে দেখছে রুশ ব্যবসায়িক মহল। এশিয়ান রাশিয়ান বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট ভেরা প্রনকিনা জোর দিয়ে বলেছেন, এই সফর প্রমাণ করে যে ভারত ও রাশিয়া উভয়ই আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে নিজেদের জাতীয় স্বার্থকে প্রাধান্য দেয়।

aaaaaa

তিনি বলেন,''এই সফর অপরিহার্য। এটি প্রমাণ করে যে বিশ্বব্যাপী অস্থিরতা সত্ত্বেও রাশিয়া ও ভারত ঘনিষ্ঠ অংশীদার হিসেবেই রয়ে গেছে। রাশিয়া এবং ভারত তাদের নিজস্ব স্বার্থের ভিত্তিতে সিদ্ধান্ত নেয় এবং বহিরাগত চাপ কোনো কাজ করে না।''