/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার দপ্তর শনিবার ঘোষণা করেছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্রুজ-অধ্যুষিত প্রদেশ সুইদায় "তাৎক্ষণিক যুদ্ধবিরতি" কার্যকর হয়েছে। এই যুদ্ধবিরতির পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পাদিত একটি গুরুত্বপূর্ণ চুক্তি।
প্রেসিডেন্টের দপ্তর এক বিবৃতিতে জানায়, “সব পক্ষের প্রতি আহ্বান জানানো হচ্ছে যেন তারা এই যুদ্ধবিরতিকে সম্পূর্ণভাবে মেনে চলে ও সম্মান করে।”
এই পদক্ষেপ আসে এমন সময়ে, যখন ইসরায়েলি বাহিনী সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সেনাদের ওপর বিমান হামলা চালায়। ওই সেনারা সম্প্রতি সুইদা প্রদেশে মোতায়েন হয়েছিল, এবং ইসরায়েলের অভিযোগ ছিল—তারা অঞ্চলটি থেকে সরে যাওয়ার শর্ত লঙ্ঘন করেছে।
এই ঘটনার পর সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাহিনী ওই অঞ্চলে মোতায়েন করা হয়েছে যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী। পর্যবেক্ষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের সক্রিয় কূটনৈতিক হস্তক্ষেপেই এই সংঘর্ষের অবসান ঘটানো সম্ভব হয়েছে।
দ্রুজ সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠ এই এলাকায় সাম্প্রতিক সহিংসতা আন্তর্জাতিকভাবে উদ্বেগের সৃষ্টি করেছিল। এখন যুদ্ধবিরতির ঘোষণা সেখানে স্বস্তি ফেরাতে পারে বলেই ধারণা করা হচ্ছে।
#BREAKING Syria president announces 'immediate ceasefire' in Sweida province pic.twitter.com/aSTzkIhhb6
— AFP News Agency (@AFP) July 19, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us