রাশিয়ার ভেতরে শুরু যুদ্ধ!

ওয়াগনার গোষ্ঠী সুকৌশলে রাশিয়াকে আক্রমণের ছক কষে ফেলেছে। এর ফলে রাশিয়ার ভেতরে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হলে চলেছে।

author-image
Anusmita Bhattacharya
New Update
QkC2o0OJZtD7vIfpmFax

ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধি, মস্কো: রাশিয়ার অভ্যন্তরে একটি পূর্ণমাত্রার যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেছে। ওয়াগনার গোষ্ঠীর ভাড়াটে সৈন্যরা দক্ষিণ রাশিয়ার রোস্তভ-অন-ডন শহরের রাস্তার পাশে বোমা ছড়িয়ে দিয়েছে। শহরটি রাশিয়ার সামরিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে দক্ষিণ সামরিক কমান্ডের সদর দফতর রয়েছে। 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে ভাড়াটে সৈন্যরা বোমাগুলি চেকপয়েন্টের কাছে কৌশল করে বিশেষ বিশেষ জায়গায় স্থাপন করছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুগত রাশিয়ান বাহিনীর কোনও অগ্রগতির খবর নেই। ওয়াগনার গোষ্ঠী রোস্তভ-অন-ডনে দক্ষিণের সামরিক কমান্ডের সদর দফতরের নিয়ন্ত্রণ নেওয়ার পর স্থানীয়দের কাছ থেকে আর কোন লড়াইয়ের খবর পাওয়া যায়নি। শহরের সব প্রবেশ ও প্রস্থান স্থলে ট্যাংক ও আর্টিলারি ইউনিট স্থাপন করা হয়েছে।