বিপুল সংখ্যক মেডিকেল ভিসা ইস্যু করা হবে বাংলাদেশের নাগরিকদের জন্য ! বড় দাবি করলেন প্রণয় কুমার ভার্মা

কি বললেন প্রণয় কুমার ভার্মা ?

author-image
Debjit Biswas
New Update
WhatsApp Image 2025-09-30 at 6.04.33 AM

BANGLADESH

নিজস্ব সংবাদদাতা : দুর্গাপুজোর উৎসবের মধ্যেই এবার বাংলাদেশের নাগরিকদের জন্য এক বড় দাবি করলেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। তিনি বলেন,''বাংলাদেশের নাগরিকদের জন্য বিপুলসংখ্যক মেডিকেল ভিসা ইস্যু করা হচ্ছে। আমরা আশা করি পরিস্থিতি আরও উন্নত হলে এই ভিসা কার্যক্রম আরও বাড়ানো হবে।'' সোমবার সন্ধ্যায় বাংলাদেশের টাঙ্গাইলের দানবীর রনদা প্রসাদ সাহার পুরোনো দুর্গা মন্দির পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

d

এছাড়াও প্রণয় কুমার ভার্মা বলেন,''দুর্গাপূজা একটি মহা উৎসব। বাংলাদেশ ও ভারত দুর্গাপূজার উৎসব একইভাবে পালন করে থাকে। আশা করি দুর্গাপূজা আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে।'' তিনি সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা জানান।