/anm-bengali/media/media_files/O603eoWgCSa5kJ3Kw2fG.jpg)
File Pic
নিজস্ব সংবাদদাতাঃ ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় যোগাকার্তা প্রদেশে শুক্রবার সন্ধ্যায় ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
CCTV of earlier #Java#earthquakepic.twitter.com/c5HA90v9t2
— Volcaholic 🇰🇪 🇬🇧 🌋 (@volcaholic1) June 30, 2023
দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূপদার্থবিদ্যা সংস্থার প্রধান দ্বিকোরিতা কর্ণাবতী জানিয়েছেন, ভূমিকম্পটি ৬ দশমিক ৪ মাত্রার ছিল। স্থানীয় সময় রাত ৭ টা ৫৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বানতুল জেলা থেকে ৮৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং সমুদ্রপৃষ্ঠের ২৫ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে নিকটবর্তী মধ্য জাভা ও পূর্ব জাভা প্রদেশেও।
/anm-bengali/media/media_files/yNNgi4aJwLB4w4l9UVYP.jpg)
ভূমিকম্পের পর পাঁচটিরও বেশি আফটারশক অনুভূত হয়েছে জানিয়ে দ্বিকোরিতা বলেন, 'ভূমিকম্পে দেওয়াল ফেটে যাওয়ার কারণে লোকজনকে ঘরে প্রবেশ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।'
প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশমন সংস্থার কুইক রেসপন্স ইউনিটের সদস্য ইন্দ্রো সাম্বোদো বলেন, 'ভূমিকম্পের কম্পনে যোগাকার্তা প্রদেশের বাড়িঘর ও একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us