স্পেন-পর্তুগালের রাস্তায় বিশৃঙ্খলা— বিদ্যুৎ বিভ্রাটে ধুঁকছে পরিবহন ব্যবস্থা

স্পেন ও পর্তুগালে বড়সড় বিদ্যুৎ বিভ্রাটের কারণে রাস্তা ও বিমানবন্দরে দেখা দিয়েছে বিশৃঙ্খলা। লিসবনের রাস্তায় ট্রাফিক অফিসাররা হাতে ইশারা করে যান চলাচল নিয়ন্ত্রণ করছেন। জানুন সর্বশেষ আপডেট।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব সংবাদদাতা : স্পেন ও পর্তুগালে বড়সড় বিদ্যুৎ বিভ্রাটের কারণে সোমবার সারা দিনে রাস্তাঘাটে ব্যাপক বিশৃঙ্খলা দেখা গেছে। বিশেষ করে পর্তুগালের রাজধানী লিসবনে ট্রাফিক ব্যবস্থা ভীষণভাবে প্রভাবিত হয়েছে।

publive-image

দেখা গেছে, লিসবনের রাস্তায় ট্রাফিক অফিসাররা নিজ হাতে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করছেন। অনেক স্থানে ট্র্যাফিক সিগন্যাল বন্ধ থাকায় অফিসাররা হাতে ইশারা করেই যান চলাচল পরিচালনা করছেন। এছাড়া, লিসবন বিমানবন্দরের কিছু অংশও বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশের দল সেখানে যাত্রীদের আসা-যাওয়া সামাল দেওয়ার চেষ্টা করছে, যাতে বিশৃঙ্খলা না বাড়ে। বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সমস্যা চলবে বলেই আশঙ্কা করা হচ্ছে।