/anm-bengali/media/media_files/2025/09/09/screenshot-2025-09-09-95-pm-2025-09-09-21-27-57.png)
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরি কাজে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। নিপুণ হাতে কাদামাটি, খড়, বাঁশ, সুতলি ও বিভিন্ন রকম রং ও তুলি দিয়ে মৃৎশিল্পীরা তৈরি করছে প্রতিমা। শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে মন্দিরগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি।চলতি বছর সারা বাংলাদেশে ৩১ হাজার ৫৭৬টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঢাকা রেঞ্জে ৭ হাজার ১৩৬ টি, চট্টগ্রাম রেঞ্জে ৪ হাজার ২৮৮টি, রাজশাহী রেঞ্জে ৩ হাজার ৪৬০ টি, সিলেট রেঞ্জে ২ হাজার ৪৮০ টি, খুলনা রেঞ্জে ৪ হাজার ৫৩৪ টি, রংপুর রেঞ্জে ৫ হাজার ১৭৫ টি, বরিশাল রেঞ্জে ১ হাজার ৬১৪টি এবং ময়মনসিংহ রেঞ্জে ১ হাজার ৫৯৯ টি মণ্ডপের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
/anm-bengali/media/post_attachments/52699290-c40.png)
এরই মধ্যে দুর্গাপূজা ঘিরে বাংলাদেশে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মাঠে থাকবে সশস্ত্র বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার বাহিনী। তবে পাশাপাশি সন্ধ্যা ৭টার মধ্যেই প্রতিমা বিসর্জন শেষ করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us