ব্রেকিং : বিদ্যুৎ বিভ্রাটে দেশজুড়ে অচল হয়ে গেল সরকারি ওয়েবসাইট!

পোর্তুগালের সরকারি ওয়েবসাইট portugal.gov.pt বর্তমানে অচল। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

author-image
Debapriya Sarkar
New Update
Spain

নিজস্ব সংবাদদাতা : পোর্তুগাল সরকারের অফিসিয়াল ওয়েবসাইট (portugal.gov.pt) বর্তমানে কাজ করছে না। ওয়েবসাইটে ঢুকতে গেলেই একটি ত্রুটির বার্তা দেখা যাচ্ছে, যেখানে ইংরেজিতে লেখা আছে: "The government portal is currently unavailable. We will try to restore the service soon." অর্থাৎ সরকারি পোর্টাল বর্তমানে অচল। আমরা দ্রুত পরিষেবা পুনরুদ্ধারের চেষ্টা করছি।

Portugal

সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, ওয়েবসাইটটি বেশ কিছু সময় ধরে বন্ধ রয়েছে। আজ বিকেল প্রায় ১৪:২০ BST-এর সময় যখন আমরা ওয়েবসাইটটি দেখতে চেষ্টা করি, তখনও একই ত্রুটির বার্তা দেখা গিয়েছিল। কী কারণে এই সমস্যা হয়েছে, তা এখনও পরিষ্কার নয়। তবে বিদ্যুৎ বিভ্রাটের কারণে অনেক সরকারি পরিষেবায় ব্যাঘাত ঘটছে বলে মনে করা হচ্ছে।