হাসপাতাল থেকে ঘরওয়াপসি পোপ ফ্রান্সিসের

আজ হাসপাতাল থেকে ছাড়া পাবেন পোপ ফ্রান্সিস, কেমন আছেন তিনি?

author-image
Jaita Chowdhury
New Update
dasS

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: রবিবার হাসপাতাল থেকে ছাড়া হবে পোপ ফ্রান্সিসকে (Pope Francis)। এক মাসেরও বেশি সময় ধরে নিউমোনিয়ার চিকিৎসা চলছিল তাঁর।পোপের স্বাস্থ্য টিমের প্রধান সার্জিও আলফিয়েরি বলেন, "আজ আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে তিনি কাল বাড়ি ফিরবেন।" তিনি আরও বলেন, “পোপকে স্থিতিশীল অবস্থায় কাল (রবিবার) হাসপাতাল থেকে ছাড়া হবে। 

daS
ফাইল চিত্র