/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানের ইসলামাবাদের খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান জেলার একটি থানায় হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। হামলায় দশজন পুলিশ নিহত হয়েছেন। ছয়জন আহত হয়েছেন। পাকিস্তান পুলিশ সোমবার এই বিষয়ে জানিয়েছে। সন্ত্রাসীরা ভারী অস্ত্র নিয়ে থানায় হামলা চালায় বলে পুলিশের তরফে জানানো হয়েছে। দারাবন তহসিলে ভোর ৩ টে নাগাদ হামলাটি চালানো হয়। সন্ত্রাসীরা আচমকাই চারদিক থেকে গ্রেনেড ও ভারী অস্ত্র নিয়ে থানায় হামলা চালাতে শুরু করে। পুলিশ পাল্টা জবাব দিলেও সন্ত্রাসীরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। পুলিশ বাহিনী এখন এলাকাটি ঘিরে রেখেছে এবং পালিয়ে যাওয়া জঙ্গিদের খুঁজে বের করার জন্য একটি অনুসন্ধান অভিযান শুরু করেছে। ঘটনাস্থলে পুলিশের অতিরিক্ত বাহিনী সহ দ্রুত প্রতিক্রিয়া বাহিনী পৌঁছেছে। উল্লেখ্য, পাকিস্তানে এই বছরের জানুয়ারিতে কমপক্ষে ৯৩ টি জঙ্গি হামলা হয়েছে। সাথে সন্ত্রাসী হামলাও বৃদ্ধি পেয়েছে। যাতে ৯০ জন নিহত এবং ১৩৫ জন আহত হয়েছে। অধিকন্তু, ১৫ জনকে অপহরণ করা হয়েছে বলে জানা গিয়েছে।
10 killed, 6 injured in attack on police station in Khyber Pakhtunkhwa's Dera Ismail Khan
— ANI Digital (@ani_digital) February 5, 2024
Read @ANI Story | https://t.co/6DuYAAl39j#Pakistan#policemen#KhyberPakhtunkhwa#attackpic.twitter.com/NWv9Whw1Ep
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us