New Update
/anm-bengali/media/post_banners/tLiwBs8yZnMYIorqgrbN.jpg)
প্রতীকী ছবি
নিজস্ব সংবাদদাতা: হোটেলের ঘরে যৌনতায় (Intimacy) মত্ত দম্পতি। তাঁদের যৌন শীত্কার যে দেওয়াল ভেদ করে পাশের ঘর পর্যন্ত পৌঁছে গেছে সেদিকে হুঁশ নেই। শেষ পর্যন্ত পুলিশ ঢুকল ঘরে। সান ফ্রান্সিসকোর (San Francisco) ওই দম্পতি অন্য শহরের একটি হোটেলে পঞ্চম বিবাহবার্ষিকী (Marriage Anniversary) পালন করতে গেছিলেন। সকাল থেকেই শরীরী খেলায় মাতেন দুজনে। দুপুর গড়িয়ে সন্ধ্যা হতে শীত্কার (Orgasm) জোরালো হয় এবং পাশের ঘরে থাকা অতিথিরা অসুবিধা বোধ করতে থাকেন। কর্তৃপক্ষ বিভিন্ন ভাবে চেষ্টা করেও থামাতে পারেননি আওয়াজ। পুলিশ এসে চেঁচামেচি করলেও লাভ হয়নি। দরজা ভেঙেই ঢুকে পড়ে পুলিশ। এক লক্ষ টাকা জরিমানাও আদায় করা হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us