BREAKING: বিক্ষোভ থামাতে গুলি চালালো পুলিশ ! কেনিয়ায় ব্যাপক উত্তেজনার আশঙ্কা

বড় বিক্ষোভের পথে কেনিয়া।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি কেনিয়ায় গণতান্ত্রিক আন্দোলনের ৩৫তম বর্ষপূর্তি উপলক্ষে নানা স্থানে বিক্ষোভ শুরু হয়েছে। আর আজ রাজধানী নাইরোবিতে এই আন্দোলনকারীদের ওপর গুলি চালাতে বাধ্য হল কেনিয়ার পুলিশ। এই বিষয়ে একজন সাংবাদিক জানিয়েছেন, ''আজ রাজধানীর রাস্তায় বিক্ষোভকারীরা অগ্রসর হলে পুলিশ গুলি চালায়।'' এরপর রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায় এক যুবককে। আসলে গত মাসে কেনিয়ার ব্লগার অ্যালবার্ট ওজওয়াং পুলিশ হেফাজতে মারা যাওয়ার পর থেকেই দেশে নতুন করে আন্দোলন ছড়িয়েছে। নাইরোবি পুলিশের মুখপাত্র মুচিরি নিয়াগা এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি।

gun