নামিবিয়ার সংসদে বক্তব্য শুরুতেই প্রধানমন্ত্রী মোদীকে স্ট্যান্ডিং ওভেশন

প্রধানমন্ত্রী মোদীকে স্ট্যান্ডিং ওভেশন।

author-image
Aniket
New Update
Screenshot 2025-07-09 9.38.27 PM

File Picture

নিজস্ব সংবাদদাতা: নামিবিয়ার সংসদে বক্তব্য রাখতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তিনি বক্তব্য শুরু করতেই সংসদ সদস্যরা উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে তাঁকে অভিবাদন জানান। এই স্ট্যান্ডিং ওভেশন নামিবিয়া ও ভারতের কূটনৈতিক সম্পর্কের ঘনিষ্ঠতাকেই প্রতিফলিত করে বলে মনে করছেন বিশ্লেষকরা। মোদী তাঁর ভাষণে ভারত-নামিবিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা, বাণিজ্যিক অংশীদারিত্ব এবং সংস্কৃতি ও ঐতিহ্যের বিনিময় নিয়ে বক্তব্য রাখেন।

তিনি বলেন, "ভারত এবং নামিবিয়ার বন্ধুত্ব ঐতিহাসিক। আমরা একসঙ্গে উন্নয়নের পথে এগিয়ে যেতে চাই।" এছাড়াও প্রধানমন্ত্রী মোদী আফ্রিকার উন্নয়ন ও অগ্রগতিতে ভারতের ভূমিকা ও অঙ্গীকারও তুলে ধরেন। প্রধানমন্ত্রীর এই সফরকে দুই দেশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের আরও এক ধাপ উন্নয়নের সূচনা হিসেবেই দেখা হচ্ছে।