নামিবিয়া সফর শেষে দিল্লির উদ্দেশ্যে রওনা প্রধানমন্ত্রী মোদী, সম্পন্ন করলেন পাঁচ দেশের সফর

নামিবিয়া সফর শেষে দিল্লির উদ্দেশ্যে রওনা প্রধানমন্ত্রী মোদী।

author-image
Aniket
New Update
Screenshot 2025-07-09 11.05.22 PM

নিজস্ব সংবাদদাতা: নামিবিয়ায় সফল সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। জুলাই ২ থেকে ৯ তারিখ পর্যন্ত চলা এই সফরে তিনি পাঁচটি দেশ সফর করেছেন—ঘানা, ট্রিনিডাড ও টোবাগো, আর্জেন্টিনা, ব্রাজিল ও নামিবিয়া।

সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী মোদী ব্রাজিলে অনুষ্ঠিত BRICS সম্মেলনে অংশ নেন, যেখানে সদস্য দেশগুলোর সঙ্গে বহুপাক্ষিক সম্পর্ক ও বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

নামিবিয়ার পার্লামেন্টে মোদীর আবেগঘন ভাষণ ও পারস্পরিক অংশীদারিত্বের বার্তা বিশেষভাবে প্রশংসিত হয়েছে। আফ্রিকার উন্নয়ন ও শিল্পায়ন নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করেন তিনি।

এই পূর্ণাঙ্গ কূটনৈতিক সফরে বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্যিক চুক্তি এবং সাংস্কৃতিক মেলবন্ধনের দিকেও গুরুত্ব দেওয়া হয়। এখন প্রধানমন্ত্রী মোদী দিল্লিতে ফিরে এসে কূটনৈতিক ফলাফলগুলির বাস্তবায়নে দৃষ্টিপাত করবেন বলে সরকারি সূত্রে জানা গেছে।