/anm-bengali/media/media_files/otE3q5t1Lf4WzDG8k9TP.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়ে বুদ্ধিজীবী, ব্যবসায়ীওস্বাস্থ্যবিশেষজ্ঞদেরসঙ্গেবৈঠককরলেনপ্রধানমন্ত্রীমোদী (Narendra Modi)। নিজেই আজ বুধবার টুইট করে সে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, ‘অনেকের সঙ্গে কথা বললাম। আমরা নীতি নির্ধারণের বিভিন্ন দিক এবং উদীয়মান বৈশ্বিক প্রবণতা নিয়ে কথা বলেছি। ভারতে ইতিবাচক পরিবর্তন নিয়েও কথা হয়েছে।‘ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর স্ত্রী জিল বাইডেন ২২ জুন মোদীর জন্য একটি রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করার কথা রয়েছে। প্রধানমন্ত্রী ২২ জুন মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনেও ভাষণ দেবেন।
Met a group of people associated with key think tanks. We talked about different aspects of policy making and the emerging global trends. Emphasised on the positive changes in India and how they are being powered by our youth. pic.twitter.com/bycaiImz2n
— Narendra Modi (@narendramodi) June 21, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us