/anm-bengali/media/media_files/LzvEtxuG0Fra2YgDHwiV.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃ ফ্রান্সে দু'দিনের সফর শেষে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী মোদী তাঁর ফ্রান্স সফরকে "স্মরণীয়" বলে অভিহিত করেছেন এবং বাস্টিল ডে উদযাপনে অংশ নিয়ে এটিকে আরও বিশেষ বলে অভিহিত করেছেন। তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং ফ্রান্সের জনগণের প্রতি তাদের উষ্ণতা ও আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
#WATCH | Paris: PM Narendra Modi emplanes for UAE after concluding his two-day France visit. pic.twitter.com/AZMQH8Qxxh
নিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী বলেন, 'এই ফ্রান্স সফর স্মরণীয় ছিল। এটি আরও বিশেষ করা হয়েছিল কারণ আমি বাস্টিল ডে উদযাপনে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলাম। কুচকাওয়াজে ভারতীয় কন্টিনজেন্টকে গর্বের জায়গা পেতে দেখে চমৎকার লাগছিল। অসাধারণ উষ্ণতা ও আতিথেয়তার জন্য আমি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং ফরাসি জনগণের প্রতি কৃতজ্ঞ। বন্ধুত্ব আরও বাড়তে থাকুক।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us