BREAKING: জার্মানিতে স্থানীয় আবাসিকে ভেঙে পরলো বিমান ! নিহত ২

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : জার্মানির পশ্চিম ভাগের কোর্শেনব্রোইখ শহরে,আজ শনিবার একটি ছোট বিমান,স্থানীয় একটি আবাসিক ভবনের ছাদে ভেঙে পড়ে। যারফলে কয়েক মুহূর্তের মধ্যেই ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যায় ওই আবাসিকে। এই দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। সূত্র মতে এই নিহতদের একজন সম্ভবত ওই বিমানের পাইলট ছিলেন। তবে দ্বিতীয় ব্যক্তি ওই বিমানে ছিলেন কিনা,তা এখনও স্পষ্ট নয়। তিনি ওই আবাসিকের বাসিন্দাও হতে পারেন। এই দুর্ঘটনার আসল কারণ সম্পর্কে এখনও কোনও সরকারি বক্তব্য পাওয়া যায়নি। তবে এই বিষয়ে তদন্ত চলছে। 

Plane crash