BREAKING: ক্যালিফোর্নিয়ায় বড় মাপের বিমান দুর্ঘটনা ! আগুনে ঝলসে গেল ১৫টি বাড়ি

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : আজ ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো শহরের মারফি ক্যানিয়ন এলাকায়,ঘন কুয়াশার কারণে একটি ছোট বিমান হঠাৎ করেই ক্র্যাশ করে যায়। এই দুর্ঘটনার ফলে ওই এলাকার অন্তত ১৫টি বাড়িতে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই বিষয়ে দমকল বিভাগের অ্যাসিস্ট্যান্ট চিফ ড্যান এডি জানান,''বিমানটি ক্র্যাশ করার সময় সরাসরি একাধিক বাড়ির ওপর আঘাত হেনেছে। এই দুর্ঘটনার সময় কুয়াশা এতটাই ঘন ছিল যে সামনের কিছুই দেখা যাচ্ছিল না। তবে আহত বা নিহতের সংখ্যা সম্পর্কে এখনও আমরা নিশ্চিত নয়।'' এরপর তিনি বলেন,''এই দুর্ঘটনার ফলে বর্তমানে সমগ্র এলাকাজুড়েই জেট ফুয়েল ছড়িয়ে আছে।"

Plane crash