রাশিয়ার প্রেসিডেন্টের বিমান ত্যাগ করল মস্কো

রাশিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার মুখে। এমন পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্টের বিমান মস্কোর উপর দিয়ে উড়ে গেল। তৈরি হচ্ছে বেশ কিছু প্রশ্ন।

author-image
Anusmita Bhattacharya
New Update
usethis

ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধি, মস্কো: রাশিয়ার প্রেসিডেন্টের এক বিমান হঠাৎ মস্কোর আকাশের উপর দিয়ে উড়ে গেল। মস্কো থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিমানটি অজানা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। তবে প্রেসিডেন্ট পুতিন বিমানে ছিলেন কিনা তা জানা যায়নি। রাশিয়ান সরকারের এক জোড়া ভিআইপি জেট (RA-96022, Il-96-300PU এবং RA-73025, A319-115(CJ)) মস্কো ভানুকোভো আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাচ্ছে। সম্ভবত সেন্ট পিটার্সবার্গ পুলকোভো বিমানবন্দরের উদ্দেশ্যে যাচ্ছে দুটি ভিআইপি জেট।