ক্রিমিয়ার প্রধানকে হত্যার ষড়যন্ত্র ! কড়া পদক্ষেপ রাশিয়ার

ক্রিমিয়ার প্রধান সের্গেই আকসিয়নভোককে হত্যার পরিকল্পনা ছিল ইউক্রেনের, দাবি রাশিয়ার। 

author-image
Ritika Das
আপডেট করা হয়েছে
New Update
cremia.jpg

ফাইল চিত্র 

নিজস্ব সংবাদদাতা: ক্রিমিয়ার প্রধানকে হত্যা করার চেষ্টা করেছে ইউক্রেন, বিস্ফোরক অভিযোগ রাশিয়ার। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রিমিয়ার প্রধানকে হত্যা করার চেষ্টা করেছিল ইউক্রেন। কিন্তু ইউক্রেনের এই পরিকল্পনা ভেঙে দিয়েছে রাশিয়া। রুশ সংবাদ মাধ্যম জানিয়েছে, এই কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। 

রাশিয়ার এজেন্সি TASS জানিয়েছে, ক্রিমিয়ার প্রধান সের্গেই আকসিয়নভোককে হত্যা করার পরিকল্পনা ছিল ইউক্রেনের। এজেন্সি জানিয়েছে যে, ইউক্রেনের স্পেশ্যাল সার্ভিস থেকে এই পরিকল্পনা করা হয়েছিল। যদিও পরে সেই পরিকল্পনা ভেঙে দেয় রাশিয়া।