নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি ভারত ও যুক্তরাজ্যের মধ্যে সংগঠিত হওয়া, 'মুক্ত বাণিজ্য চুক্তি' নিয়ে এবার এক বড় দাবি করলেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি বলেন,''ভারতের জন্য সংবেদনশীল প্রতিটি ক্ষেত্র, যেমন কৃষি, MSME, দুগ্ধ, চাল ও চিনি,এই সমস্ত কিছুই এই চুক্তির বাইরে রাখা হয়েছে। ভারতীয় কৃষকদের স্বার্থকে সম্পূর্ণভাবে রক্ষা করা হয়েছে। পাশাপাশি, এই চুক্তির মাধ্যমে যেখানে ভারত সুবিধাজনক অবস্থানে রয়েছে, যেমন পরিধান, চামড়াজাত দ্রব্য, খেলনা, আসবাব, ওষুধ, সেইসব খাতে যুক্তরাজ্যের বাজার ভারতীয় পণ্যের জন্য উন্মুক্ত হবে এবং শুল্কের পরিমান হ্রাস পেয়ে প্রায় শূন্যে নেমে আসবে।''
/filters:format(webp)/anm-bengali/media/media_files/RGydvufT5775bWl9PR4u.jpg)
এছাড়াও এই চুক্তির ফলে ভারতীয় শ্রমিকদের সামাজিক সুরক্ষা সংক্রান্ত বিষয়েও বড় দাবি করেছেন পীযুষ গোয়েল। তিনি বলেন,''আগে যারা স্বল্পমেয়াদে যুক্তরাজ্যে কাজ করতে যেতেন, তাদের প্রায় ২৫% আর্থিক ক্ষতি হতো কারণ তারা সামাজিক নিরাপত্তার অর্থ ফেরত পেতেন না। এখন সেই অর্থ ভারতীয় কর্মীদের পিএফ (PF) অ্যাকাউন্টে জমা হবে, যা তাদের সঞ্চয় হিসাবে থেকে যাবে।"
BREAKING: ভারতীয় কৃষকদের স্বার্থকে সম্পূর্ণভাবে রক্ষা করা হয়েছে ! ভারত-যুক্তরাজ্য মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বড় বয়ান দিলেন পীযূষ গোয়েল
কি বললেন পীযুষ গোয়েল ?
নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি ভারত ও যুক্তরাজ্যের মধ্যে সংগঠিত হওয়া, 'মুক্ত বাণিজ্য চুক্তি' নিয়ে এবার এক বড় দাবি করলেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি বলেন,''ভারতের জন্য সংবেদনশীল প্রতিটি ক্ষেত্র, যেমন কৃষি, MSME, দুগ্ধ, চাল ও চিনি,এই সমস্ত কিছুই এই চুক্তির বাইরে রাখা হয়েছে। ভারতীয় কৃষকদের স্বার্থকে সম্পূর্ণভাবে রক্ষা করা হয়েছে। পাশাপাশি, এই চুক্তির মাধ্যমে যেখানে ভারত সুবিধাজনক অবস্থানে রয়েছে, যেমন পরিধান, চামড়াজাত দ্রব্য, খেলনা, আসবাব, ওষুধ, সেইসব খাতে যুক্তরাজ্যের বাজার ভারতীয় পণ্যের জন্য উন্মুক্ত হবে এবং শুল্কের পরিমান হ্রাস পেয়ে প্রায় শূন্যে নেমে আসবে।''
এছাড়াও এই চুক্তির ফলে ভারতীয় শ্রমিকদের সামাজিক সুরক্ষা সংক্রান্ত বিষয়েও বড় দাবি করেছেন পীযুষ গোয়েল। তিনি বলেন,''আগে যারা স্বল্পমেয়াদে যুক্তরাজ্যে কাজ করতে যেতেন, তাদের প্রায় ২৫% আর্থিক ক্ষতি হতো কারণ তারা সামাজিক নিরাপত্তার অর্থ ফেরত পেতেন না। এখন সেই অর্থ ভারতীয় কর্মীদের পিএফ (PF) অ্যাকাউন্টে জমা হবে, যা তাদের সঞ্চয় হিসাবে থেকে যাবে।"